এবার ভূমিকম্প মুম্বাইয়ে। উৎসস্থল মহারাষ্ট্রেরই পালাঘর। শনিবার সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ কেঁপে উঠল মুম্বই থেকে ৮৭ কিলোমিটার দূরের শহর পালঘর। রিখটার স্কেল কম্পনের মাত্রা ছিল ৩.৫।
আচমকা কম্পনের ফলে আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির খবর নেই।
প্রসঙ্গত, গতকাল ভূমিকম্প হয় অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। যার জেরে কেঁপে ওঠে উত্তরবঙ্গও। আতঙ্ক ছড়ায় শিলিগুড়িতে। আজ সকালে ফের ভূকম্প অনুভূত হয় অরুণাচলে। এদিন ভোর ৪টে ২৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে গোটা রাজ্যে। কম্পনের উৎস ছিল পূর্ব কামেং জেলা। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ বার কেঁপে উঠল অরুণাচল প্রদেশ।
ওই রাজ্যে শুক্রবারের কম্পনের মাত্রা ছিল ৫.৬। উৎসস্থল ছিল বোমডিলা থেকে ৬৪ কিলোমিটার উত্তরপূর্বে মাটির ১৬ কিলোমিটার গভীরে। গতকালকের কম্পন টের পাওয়া যায় অসমেও। এছাড়াও শুক্রবার আরও দুবার কেঁপে ওঠে উত্তরপূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ। সেই দু’বারের কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৩.৮ ও ৪.৯।