আজ জাতির জনক মোহনদাস কর্মচন্দ্র গাঁধীর ১৫০ তম জন্মদিন। গাঁধীজির জন্মদিন উপলক্ষে আজ রাজঘাটে শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিজয়ঘাটে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকেও শ্রদ্ধা জানান মোদী।
গাঁধী জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী দিল্লি ও গুজরাতের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এদিন গাঁধীজির জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, “জাতির জনক মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মদিনে শত শত প্রণাম।” গাঁধীজিকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে বলেন, “গাঁধীজির ১৫০ তম জন্মদিবস সবার জন্য সত্য, অহিংসা, নৈতিকতার প্রতি সম্মান জানানো দিন। তাঁর শিক্ষা সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। তিনি আমাদের পথ প্রদর্শক।”
এদিন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী রাজঘাটে গিয়ে গাঁধীজিকে শ্রদ্ধা জানান। এছাড়া রাজঘাটে গাঁধীজিকে শ্রদ্ধা জানাতে যান বিজেপির কার্যকরী সভাপতি জেপি নড্ডা, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী গাঁধী জয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেস নেতাদের রাস্তায় নেমে জনসংযোগের নির্দেশ দেন।