“অনেক হয়েছে, অনন্ত কাল ধরে সন্ত্রাসবাদ বরদাস্ত করবো না।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কোন রকম নরম মনোভাব দেখাবেন না তা আবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজিয়াবাদে সিআইএস এফের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন,এখন দেশের নীতি বদল হয়েছে। এখনকার ভারতবর্ষ আর সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না।

পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলার পর পাল্টা জবাবের দাবি ওঠে জোরালো ভাবে। তখনই বোঝা গিয়েছিল প্রত্যাঘাত করবে ভারত জঙ্গিদের বিরুদ্ধে। সেইমতো ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। আর এরপরই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দেন সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনে ঘরে ঢুকে কিংবা পাতাল থেকে বার করে মারা হবে জঙ্গিদের।

এদিন তিনি সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে জাওয়ানদের উদ্দেশ্যে বলেন, প্রতিবেশী দেশ যখন বেপরোয়া তখন যুদ্ধের ময়দানে নামতে অপারক । ষড়যন্ত্র করে তারা দেশকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছে। ফলে সন্ত্রাসবাদ এখন বিভিন্ন রূপে দেশের সামনে হাজির হয়েছে এই অবস্থায় দেশরক্ষা একটি বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.