মধ্যরাতের নাগরিক সংশোধনী বিল পাশ লোকসভায়

মধ্যরাতে লোকসভায় পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধন বিল (CAB)। এমনিতেই লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এনডিএ-র শরিক দলগুলি নিয়ে সেই গরিষ্ঠতা অনেকটাই বেশী। সোমবার রাতে বিরোধীদের দাবি মেনে বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি ভোট, বিলের বিপক্ষে ৮০টি। ফলে বিলটি সংখ্যাগরিষ্ঠতার জোরে অনায়াসে পাশ হয়ে যায়।

গুরুত্বপূর্ণভাবে সদ্য এনডিএ ত্যাগী শিবসেনাও (Shivsena) নাগরিক সংশোধনী বিল সমর্থন করেছে লোকসভায়। এক্ষেত্রে তাদের যুক্তি, বালাসাহেব ঠাকরে দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ছিলেন। তাই তাদের সমর্থন বিলের পক্ষে। নাগরিক সংশোধনী বিল নিয়ে লোকসভায় বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, মিমের প্রধান আসাউদ্দিন ওয়াইসি, সাংসদ সৌগত রায় প্রমূখ।

সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় বিজেপির বিলটি পাশ করে নিলেও রাজ্যসভার আটকে যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ সর্বসাকুল্যে রাজ্যসভায় তাদের হাতে রয়েছে ১১০টি ভোট। কিন্তু রাজ্যসভায় নাগরিক সংশোধনী বিলটি পাস করতে গেলে কমপক্ষে ১২২ জনের বেশি প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য রাজ্যসভায় বিলটি পাস করা নিয়ে এক নতুন পরীক্ষা অপেক্ষা করে আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নাগরিকত্ব পেতে লাগবে না কোনও রকমের রেশন কার্ড। অন্যান্য নথি নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেগুলোও ভিত্তিহীন বলে দাবি করেছেন অমিত শাহ (Amit Shah)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.