কেরালার মুসলিম অধ্যুষিত মালাপ্পুরামে চুটিয়ে চলছে নাবালিকাদের বিবাহ। এই বিয়েতে ইন্ধন দেয়ার দায়ে এক কাজী গ্রেফতার হয়েছে।
ওই কাজী শরীয়ত আদালতের মাতব্বর হিসেবে বিয়ের স্বীকৃতি দেয়ার কাজ করছিলো।
মুসলিম সমাজের এই কাজকে ঢাকতে শরিক হয়েছে দক্ষিণ ভারতের এক নামকরা ইংরেজি সংবাদপত্র।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ছাপানো ছবিটিতে মুসলিম যুগলের ছবির পরিবর্তে হিন্দু যুগলের সাংকেতিক ছবি ব্যবহার করা হয়েছে। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এই ঘটনা ঘটেছে মালাপ্পুরমের কারুভারকুন্ডু এলাকায়।
পুলিশ চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণীতে পাঠরতা ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছিলো। পুলিশ মেয়েটির স্বীকারোক্তি নিয়েছে।
সাব ইন্সপেক্টর মনোজ পারায়াত্যা বলেন শিশু বিবাহ প্রতিরোধ আইন ২০০৬ অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ প্রমান হলে ১০ লক্ষ টাকা জরিমানা সহ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
তিনি আরো বলেন লুকিয়ে চুরিয়ে নাবালিকাদের বিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায়।
মুসলিম অধ্যুষিত মালাপ্পুরাম জেলা এই ধরণের বেআইনি বিয়ের প্রচলনের জন্য কুখ্যাত।
২০১৭, কতৃপক্ষ এই ধরণের ১০ টি বিয়ে বন্ধ করে দেয়। ২০১৬ সালে ও ১২ টি বিয়ে আটকে দেয়া হয়।