বাংলাদেশকে কোভিড ভ্যাকসিনের ১২ লক্ষ ডোজ বিনামূল্যে দেবে ভারত

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের বাংলাদেশ সফর শেষ হল। এদিন তিনি ঘোষণা করেন, কোভিড অতিমহামারীর মোকাবিলায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১২ লক্ষ ডোজ বিনামূল্যে দেবে ভারত। গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তি করে বাংলাদেশ। তাতে বলা হয়, সেরাম বাংলাদেশকে ভ্যাকসিনের ৩০ লক্ষ ডোজ সরবরাহ করবে।

বাংলাদেশের লোকসংখ্যা ১৬ কোটির কিছু বেশি। সেখানে ইতিমধ্যে ৯০ লক্ষ ভ্যাকসিন সরবরাহ করেছে সেরাম। ফেব্রুয়ারিতে বাংলাদেশে টিকাকরণ শুরু হয়। এখনও পর্যন্ত ৫২ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৯১ হাজার ৮০৬ জন। মারা গিয়েছেন ৮৮৬৯ জন। শনিবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬৭৪ জন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি হয়েছে শুক্রবার। সেই সময় উদ্বাস্তুদের আশ্রয়, খাদ্য, চিকিৎসার ব্যবস্থা করে এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ভারত। শুধু তাই নয়, ভারতের প্রায় ১৭ হাজার সেনা পূর্ব বাংলাকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল।

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন মোদী। এবছরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মোদী শুক্রবার এক ভাষণে বলেন, এই বছরটি ভারত ও বাংলাদেশ, উভয়ের ক্ষেত্রেই একটি মাইলফলক হয়ে থাকবে।

পরে তিনি বলেন, “আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। সেই সঙ্গে স্মরণ করছি ভারতীয় সৈনিকদের, যাঁরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন।” নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে মোদী বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমার জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেই সময় আমি ও আমার কয়েকজন বন্ধু সত্যাগ্রহ করেছিলাম। তখন আমার বয়স কুড়ির কোঠার শুরুর দিকে। সেইসময় আমি জেলেও গিয়েছিলাম।”

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে মোদী বলেন, দুই দেশ নানা ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সম্পর্ক রেখে চলে। আমাদের বন্ধন এত দৃঢ় যে কেউ নষ্ট করতে পারবে না। সম্প্রতি করোনা প্রতিরোধেও দুই দেশ পরস্পরের সঙ্গে সহযোগিতা করছে। ভারত যে ভ্যাকসিন দিয়ে বাংলাদেশকে সাহায্য করতে পারছে, সেজন্য আমি গর্বিত।
বাংলাদেশের বিনিয়োগকারীদের ভারতে আহ্বান জানান মোদী। তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগকারীরা ভারতে আসুন, বিনিয়োগ করুন, ভারতীয় ব্যবসায়ীদের অংশীদার হোন। ভারত ও বাংলাদেশ পরস্পরের থেকে অনেক কিছু শিখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.