রাজ্যের লিচুচাষীরা এই মুহূর্তে কীভাবে ফসল পরিচর্যা করবেন?

[ব্যক্তিগত সুরক্ষা নিয়ে, পরস্পরের থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে যথোপযুক্ত সচেতন থেকে কৃষিজীবী মানুষ তার আবাস নিকটস্থ ফসল জমির পরিচর্যা করবেন এই আশা রেখেই প্রস্তুত পোস্ট। সাধারণভাবে কীটনাশক ও রোগনাশক ব্যবহারের জন্যও কৃষককে মুখাবরণী পরে নেবার কথা বলা হয় বারবার। অযথা ভীড়/জটলা এড়িয়ে চলুন, তা কীটনাশকের দোকানই হোক অথবা কৃষিক্ষেত্র ]

পশ্চিমবঙ্গে এই মুহূর্তে (মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল) লিচুর (Litchi) ক্ষেত্রে গুটির বিকাশ দশা অর্থাৎ Fruit Development Stage। এই সময় লিচুর ফল অনেকটা লবঙ্গের মতই যেন ধরে আছে মুকুলের গুছিতে মার্চের শেষে, তা ক্রমাগত বড় হতে থাকবে। এই সময় লিচুর ফলন বাড়াতে প্রধানত দু’টি কাজ করা আবশ্যিক।
প্রথম, লিচুর লবঙ্গ-দশায় গুটি ঝরে যাওয়া ঠেকাতে হরমোন সিঞ্চন। এজন্য এনএএ (NAA) ২০ পিপিএম হারে অথবা প্ল্যানোফিক্স (Planofix) প্রতি দশ লিটার জলে চার মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে। দ্বিতীয়, লিচু বাগিচায় সুষম আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত হাল্কা সেচ দিতে হবে
লিচুর সুরক্ষার জন্য এইসময় থায়াক্লোপ্রিড (Thiacloprid) ২১.৭ এস সি প্রতি লিটার জলে ০.৭৫ মিলিলিটার গুলে অথবা নোভালিউরন (Novaluron) ১০ ই সি প্রতি লিটার জলে ১.৫ মিলিলিটার অথবা এমামেক্টিন বেঞ্জোয়েট (Emamectin Benzoate) ৫% এস সি প্রতি লিটার জলে ০.৫ মিলিলিটার মিশিয়ে স্প্রে করা যেতে পারে।

অধিক জানতে ICAR-NRC on Litchi, Muzaffarpur -এর ওয়েবসাইটে যোগাযোগ করুন।

ড. কল্যাণ চক্রবর্তী (Dr. Kalyan Chakraborty)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.