পেট্রলের আগুন দাম থেকে স্বস্তি দিতে মোদী সরকারের বড়সড় প্ল্যান

ইথানলে চলবে এমন বাইক ভারতের বাজারে চলে এসেছে ইতিমধ্যেই৷ সম্প্রতি টিভিএস তার অ্যাপাচে আরটিআর ২০০ এফআই ই১০০(TVS Apache RTR 200 Fi E100) বাইকটি লঞ্চ করেছে৷ প্রশ্ন উঠছে, এই বাইকের জন্য ইথানল আসবে কোথা থেকে? এরইমধ্যে, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি আভাস দিয়েছেন, শীঘ্রই দেশে ইথানল বিক্রির জন্য পাম্প লাগানো হবে৷ বর্তমানে দেশে ইথানল বিক্রির জন্য কোনও পাম্প নেই৷

কেন্দ্রীয় মন্ত্রীর মতে, শীঘ্রই বায়ুদূষণ থেকে মুক্তি পাওয়া যাবে৷ কেন্দ্র সরকার দিল্লিকে দূষণমুক্ত করতে দুবছরের টার্গেট নিয়েছে৷ এর জন্য ইলেকট্রিক বাস, বাইক, অটো রিক্সা এবং গাড়িতে ইথানল ব্যবহার প্রয়োজনীয়৷ কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইথানল পাম্পের জন্য চিঠি লিখে আবেদন জানাবেন তিনি৷ আখ উৎপাদনকারী উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে এই পাম্প বসানো দিয়েই শুরু হবে কাজ৷

ইথানল কী? পেট্রলের থেকে কতটা সস্তা?
ইথানল ইকো-ফ্রেন্ডলি, যার উৎপাদন আখের রস থেকে হয়৷ চিনি কারখানায় এটি পাওয়া যায়৷ ইথানল নন-চক্সিক, বায়োডিগ্রডেবল৷ এটি সংরক্ষণও যেমন করা যায় তেমনই সহজে পরিবহণও করা যায়৷ এতে ৩৫ শতাংশ অক্সিজেন থাকে৷ সরকার পেট্রলে ১০ শতাংশ ইথানল মিশ্রণের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে৷ বর্তমানে ইথানল প্রতি লিটারে ৫২.৪৩টাকা যা পেট্রলের থেকে ২০টাকা সস্তা৷

সবথেকে প্রথমে, প্রায় ৪০ বছর আগে ব্রাজিলে এই ইথানল ব্যবহার করা হয়েছিল৷ ব্রাজিলে সবথেকে বেশি এর নির্মাণ হয়৷ আখের রস থেকে এখানে প্রচুর পরিমাণে ইথানল তৈরি হয়৷ ভারতে গত বছর ইথানলের বাজার প্রায় ১১হাজার কোটি টাকার ছিল৷ মনে করা হচ্ছে চলতি বছরে তা ২০ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.