দীর্ঘ লড়াইয়ের অবসান। চলে গেলেন মনোহর পারিক্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। দীর্ঘদিন ধরেই মারণরোগে আক্রান্ত ছিলেন তিনি। দলের সূত্র থেকে জানা গিয়েছিল, প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারিক্কর। তবে শেষের দিকে নাকে নল নিয়েও প্রশাসনিক কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে।
শনিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধেয় তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে গোয়ার মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করা হয়। এরপর থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। রাত আটটায় তাঁর মৃত্যুর খবর জানা যায়। পানাজিতে নজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেছেন, গোয়া এবং সমগ্র দেশের মানুষের জন্য তাঁর কাজ অবিস্মরণীয় হয়ে থাকবে।
সোমবার সকাল আটটায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর শোকসভার আয়োজন করা হবে। এদিকে প্রয়াত মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আসছেন সেখানে।