বেআইনি গরু পাচারকাণ্ডে প্রাক্তন বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। তাঁর বিরুদ্ধে গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার তাঁকে দিল্লির দফতরে ডেকে প্রায় ৮ ঘণ্টা জেরা করে ইডি। তারপরই গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, সতীশ কুমারের বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে যা সন্দেহের উদ্রেক করে। তাই তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ২০২০ সালে সতীশ কুমারকে গ্রেপ্তার করেছিল সিবিআই। অবশ্য শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান তিনি। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গরু পাচারে জড়িত সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ এবং বেআইনিভাবে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে সতীশ কুমারের বিরুদ্ধে।
তবে গরু পাচারকাণ্ডে প্রথম কোনও রাঘববোয়ালকে গ্রেফতার করা হল। বেআইনি গরু পাচার কাণ্ড নিয়ে তোলপাড়ের শুরু থেকেই বিএসএফ কমান্ডার সতীশ মিশ্র ও তাঁর আরও কিছু অধস্তন অফিসার জড়িত থাকার কথা উঠছে। একই ভাবে বেআইনি কয়লা পাচার কাণ্ডে ইস্টার্ন কোলফিল্ডের কিছু অফিসার ও কয়েক জন রেলের অফিসারের নামে অভিযোগ রয়েছে।
গরু পাচার নিয়ে গত একমাস ধরে সক্রিয় ইডি। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে কয়েক দফা নোটিস পাঠিয়েছে ইডি। দিল্লিতে ইডি দফতরে অভিষেক একবার হাজিরা দিয়েছেন। তাঁকে ফের নোটিস পাঠানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককেও দিল্লিতে তলব করে রেখেছে ইডি।