পঁচাত্তর বছর আগে হিন্দুদের সাথে একদেশে, একসাথে থাকা সম্ভব নয় এই অছিলায় পাকিস্তান তৈরি হল। দাবীদার লোকজনের বেশিরভাগটাই পাকিস্তানে চলে গেল। কিন্তু তাদের কিছু লোকজন ভারতেও থেকে গেল। পাকিস্তানেও বেশ কিছু হিন্দু রয়ে গেল।
পঁচাত্তর বছর পরে প্রতিবেশী পাকিস্তানে এখন হিন্দু কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি। আর এত এদের সাধের পাকিস্তানে এখন সিভিল ওয়ার চলছে, গনতন্ত্র বলে কিছু নেই। দেশটি দেউলিয়া বললেও কম বলা হয়। শুধু ভেঙে পড়ার অপেক্ষা এখন।
এদিকে ভারতের গনতন্ত্রের শাঁস-জলে সেই দাবীদাররা, সংখ্যায়, আড়ে-বহরে বেড়েই চলেছে। এবং তাদের একটা অংশ ভারতকে ছলে বলে কৌশলে, আরেকটি পাকিস্তান বানানোর চেষ্টায় প্রাণপাত করে চলেছে। কি কিউট ব্যাপার, না?
প্রথম পাকিস্তানটার এই দশা করার পর আরও একটা পাকিস্তান চাই তোদের! কি করবি রে ভাই এতগুলো পাকিস্তান নিয়ে? একবার বলতো ভাই, মন দিয়ে শুনব।
✍️শান্তনু সোম