১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু মেম্বার সহ মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি-৩০২। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমান ভেঙে পড়ার পরেই বিভিন্ন দেশ সিদ্ধান্ত নিয়েছিল বাতিল করা হবে এই বিশেষ মডেলের বিমানের উড়ান। সেই পথেই এক ধাপ এগলো ভারত। দেশের বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ সিদ্ধান্ত নিয়েছে, ভারতে যেসমস্ত বিমান সংস্থার কাছে এই মডেলের প্লেন রয়েছে আপাতত সেগুলিকে বসিয়ে দেওয়া হবে।
রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা শহর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশে রওনা হয়েছিল ফ্লাইট ইটি-৩০২। উড়ানের ৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয়েছে বিমানে সওয়ার ১৫৭ জনেরই। তাঁদের মধ্যেই ছিলেন রাষ্ট্রপুঞ্জের ভারতীয় উপদেষ্টা শিখা গর্গ। ছিলেন আরও ৩ ভারতীয়ও। এই দুর্ঘটনার পরেই ডিজিসিএ সিদ্ধান্ত নিয়েছে আপাতত বাতিল করা হবে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানগুলির উড়ান। ভারতীয় বিমানমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষাই সবার আগে। তাই নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভারতে স্পাইস জেট এবং জেট এয়ারওয়েজের কাছে এই বিশেষ মডেলের বিমান রয়েছে। স্পাইস জেটের কাছে থাকা এই মডেলের বিমান সংখ্যা ১৩। অন্যদিকে জেট এয়ারওয়েজের কাছে ৫টি বোয়িং ৭৩৭ বিমান রয়েছে। পাঁচমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এই মডেলের বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চিন সহ একাধিক দেশ এই বিশেষ মডেলের বিমানগুলির উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বার সেই পথেই হাঁটলো ভারত। আমেরিকার বিমান প্রস্তুতকারী সংস্থার তৈরি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান আপাতত না চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশ।