উৎসবের মরশুমে বারবারই ভারতের বিভিন্ন জায়গাকে টার্গেট করে ছক সাজিয়ে থাকে জঙ্গিরা। এবারও দিওয়ালিতে বড়সড় হামলার পরিকল্পনা রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। অন্তত ৪০০টি জায়গায় এই হামলার পরিকল্পনা করা হয়েছে। মূলত দিল্লিকেই টার্গেট করেছে জইশ-ই-মহম্মদ।

দিল্লিতে অন্তত ৪২৫ টি জায়গায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। হামলার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল্ডিং ঘিরেও। এর আগে , নেপাল সীমান্তে ৪ জন কুখ্যাত জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বল জাানিয়েছিল এনআইএ। তাদেরও নিশানা দিওয়ালি বলেই জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে দিওয়ালির সময় জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে কড়া প্রহরায় প্রশাসন। দিল্লির, রোহিনী, নর্থ ইস্ট, সেন্ট্রাল, দ্বারকা, নয়াদিল্লি এলাকাগুলি জঙ্গিদের হামলার ছকের মধ্যে রয়েছে বলে খবর।

বিভিন্ন বাজার এলাকাকে দিওয়ালিতে হামলার পাখির চোখ করে নিয়েছে জঙ্গিরা। এমনই দাবি করছে গোয়েন্দাদের রিপোর্ট। সেক্ষেত্রে, খান মার্কেট, চাঁদনি চক, অ্যাভিনিউ মার্কেটে রয়েছে অতন্দ্র প্রহরা।

শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির ভবনেও জঙ্গি হামলার ছক রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও কনাট প্লেস জঙ্গিদের নিশানায় থাকছে বলেও খবর। জইশ জঙ্গিরা, দিল্লির লক্ষ্মীনগর, আনন্দ বিহারকেও টার্গেটে রেখেছে বলে দাবি গোয়েন্দা সূত্রের।

দিল্লির ২০০ টি পুলিশ স্টেশন এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সজাগ রয়েছেন সাদা পোশাকের গোয়েন্দারাও। সবমিলিয়ে দিল্লি এখন নিরাপত্তার বর্মে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.