৬৩-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৮,৬৭৮

দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৬৩-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৩,১২,৫৮৫-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১৮১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬,৮২১ জন। স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও, মোট আক্রান্তের ৮৩.৫৩ শতাংশ করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮,৬৭৮ জন এবং মোট সংক্রমিত ৬৩,১২,৫৮৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫২,৭৩,২০২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৪০ হাজার ৭০৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯৮,৬৭৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৮২৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৬ জন, অসমে ৬৯৭ জন, বিহারে ৯০৪ জনের, চন্ডীগড়ে ১৬২ জন, ছত্তিশগড়ে ৯৫৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৩৬১ জনের, গোয়া ৪২৮ জন, গুজরাটে ৩,৪৫০ জনের, হরিয়ানায় ১,৩৮২ জনের, হিমাচল প্রদেশে ১৮৬ জনের, জম্মু-কাশ্মীরে ১,১৮১, জনের, ঝাড়খণ্ডে ৭১৩ জনের, কর্ণাটকে ৮,৮৬৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৭৪২ জন, লাদাখে ৫৮ জন, মধ্যপ্রদেশে ২,৩১৬ জন, মহারাষ্ট্রে ৩৬,৬৬২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৭ জন, মেঘালয়ে ৪৯ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৮৪২ জনের, পুদুচেরিতে ৫২১ জন, পঞ্জাবে ৩,৪০৬ জন, রাজস্থানে ১,৪৮৬ জনের, সিকিমে ৩৭ জন, তামিলনাড়ুতে ৯,৫২০ জন, তেলেঙ্গানায় ১,১৩৫ জন, ত্রিপুরায় ২৮৩ জন, উত্তরাখণ্ডে ৬১১ জন, উত্তর প্রদেশে ৫,৭৮৪ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৯৫৮ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৬ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮৩.৫৩ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৪.৯০ শতাংশ রোগী।
ভারতে ৭.৫৬ কোটির উর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৩.৫৩ শতাংশ   
দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের রেকর্ড ভারতে! বিগত ২৪ ঘন্টায় ভারতে ১৪.২৩ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৫৬ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১৪,২৩,০৫২টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত সমগ্র দেশে ৭,৫৬,১৯,৭৮১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যাও দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট আক্রান্তের ৮৩.৫৩ শতাংশ করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯,৪০,৭০৫। তবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই অস্বস্তি বাড়াচ্ছে, ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত  ৯৮,৬৭৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.