করোনা-সংক্রমণ ৭২.৩৯ লক্ষ, ভারতে মৃত্যু বেড়ে ১,১০,৫৮৬

করোনাভাইরাসের দৌরাত্ম্য ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে ৭৩-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭২,৩৯,৩৯০-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৩০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৩,৫০৯ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,১০,৫৮৬ জন এবং মোট সংক্রমিত ৭২,৩৯,৩৯০ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬৩,০১,৯২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৮৭৬।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১,১০,৫৮৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,২৯১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২৮ জন, অসমে ৮৩০ জন, বিহারে ৯৬১ জনের, চন্ডীগড়ে ১৯৭ জন, ছত্তিশগড়ে ১,৩০৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৮৫৪ জনের, গোয়া ৫১৪ জন, গুজরাটে ৩,৫৮৪ জনের, হরিয়ানায় ১,৬০১ জনের, হিমাচল প্রদেশে ২৫৪ জনের, জম্মু-কাশ্মীরে ১,৩৪০ জনের, ঝাড়খণ্ডে ৮০৫ জনের, কর্ণাটকে ১০,১২৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১,০৪৬ জন, লাদাখে ৬৪ জন, মধ্যপ্রদেশে ২,৬৭১ জন, মহারাষ্ট্রে ৪০,৭০১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৯৭ জন, মেঘালয়ে ৬৫ জন, নাগাল্যান্ডে ১৯ জন, ওডিশায় ১,০৫৭ জনের, পুদুচেরিতে ৫৬৭ জন, পঞ্জাবে ৩,৮৯৪ জন, রাজস্থানে ১,৬৭৯ জনের, সিকিমে ৫৯ জন, তামিলনাড়ুতে ১,০৩,৭১ জন, তেলেঙ্গানায় ১,২৪১ জন, ত্রিপুরায় ৩১৮ জন, উত্তরাখণ্ডে ৭৮২ জন, উত্তর প্রদেশে ৬,৪৬৬ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৭৪৪ জন প্রাণ হারিয়েছেন। ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৩ শতাংশ করোনা-রোগীর, সুস্থ হয়েছেন ৮৭.০৫ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১১.৪২ শতাংশ রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.