সফলভাবে সম্পন্ন হল অগ্নি-৫ মিসাইলের মহড়া। অগ্নি-৫ -এর কার্যকারিতা প্রসঙ্গে ডিআরডিও-এর তরফে জানানো হয়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। যা প্রকাশ্যে আসার পর থেকে কার্যত ঘুম উড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে চিনের।
এখনও পর্যন্ত অগ্নি সিরিজের মধ্যে অগ্নি-৫-কে সবচেয়ে আধুনিক বলে মনে করা হয়েছে। অগ্নি সিরিজের অগ্নি-১ মিসাইল যেখানে মাত্র ৭০০ কিমি দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে, সেখানে অগ্নি-৫ পাঁচ হাজার কিমি দূরেও আঘাত হানতে পারে বলে মনে করা হয়েছে। উল্লেখ্য, অগ্নি-২ দু হাজার কিমি দূরে এবং অগ্নি ৩ ও ৫ কমপক্ষে ৩৫০০ হাজার কিমি দূরে আঘাত হানতে পারে।
জানা গেছে, অগ্নি সিরিজের অগ্নি ৫ মিসাইল সাড়ে ১৭ মিনিট দীর্ঘ এবং ২ মিটার পরিধি বিশিষ্ট। ভূমি থেকে ভূমি এই মিসাইল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকেও হারাতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের মহড়া নিয়ে ইতিমধ্যে গত বছরে চিন উদ্বেগ প্রকাশ করেছিল। এবার, সম্প্রতি বৃহস্পতিবারে রাতের আকাশে অগ্নি-৫-এর মহড়া চিনকে বেশ চাপে ফেলতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।