লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার, আজ রাজ্যসভার পালা। রাজ্যসভায় এই বিল পাশ করাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় ৩১১ ভোটে পাশ হওয়ার পর, রাজ্যসভার সমস্ত সাংসদদের আজ হুইপ জারি করেছে বিজেপি নেতৃত্ব। এ থেকে পরিষ্কার আজ রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল।
তবে রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ করাতে প্রয়োজনীয় সংখ্যা নেই বিজেপির কাছে। এনডিএর সাহায্য ছাড়া রাজ্যসভায় এই বিল পাশ করাতে পারবে না বিজেপি। সেইজন্য শিবসেনা, ওয়াইএসআর কংগ্রেস ও বিজু জনতা দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করার জন্য ২৩৯টি আসনের মধ্যে বিজেপির প্রয়োজন ১২০টি আসন।
বর্তমানে রাজ্যসভায় বিজেপির ৮৩ জন সাংসদ রয়েছে। এছাড়া শরিক জনতা দল ইউনাইটেডের ৬ জন, এআইএডিএমকের ১১ জন, অকালি দলের ৩ জন এবং রাষ্ট্রপতি মনোনীত ১২ জন সাংসদ বিজেপির পক্ষে ভোট দেবেন। এছাড়া নবীন পট্টনায়েকের বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেসের সাংসদরা রাজ্যসভায় বিজেপিকে সমর্থন করতে পারে। তাই রাজ্যসভায়ও সহজেই এই বিল পাশ করাতে পারবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। তবে রাজনীতিতে কোন দল কোন দিকে যাবে বলা মুশকিল।