দেশজুড়ে সিএএ প্রতিবাদ : ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট ভারতীয় রেলের

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরোধিতায় গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের বিভিন্ন রাজ্য| শান্তি ফেরার কোনও লক্ষণ নেই| বিক্ষোভ-প্রতিবাদের জেরে কোথাও ট্রেনের কামড়া, রেল স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল| নষ্ট করা হয়েছে রেলের সুরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতিও| সিএএ ও এনআরসি-র প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় রেলের| ভারতীয় রেলের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ক্ষয়ক্ষতি ও সম্পত্তি নষ্টের পরিমাণ ৮৮ কোটি টাকা| ভারতীয় রেলওয়ে জানিয়েছে, নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে| পূর্ব রেলওয়ে জোনে ৭২ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে জোনে সম্পত্তি নষ্টের পরিমাণ ১৩ কোটি টাকা এবং উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জোনে সম্পত্তি নষ্টের পরিমাণ ৩ কোটি টাকা|
প্রসঙ্গত, কিছুদিন আগে পর্যন্ত দেশের বাকি অংশের সঙ্গে রেল-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের (পশ্চিমবঙ্গ)| ধীরে ধীরে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে| পূর্ব রেলওয়ে জানিয়েছে, অশান্তির জেরে ১৫টি স্টেশন এবং ট্রেনের ৬২টি কামরা নষ্ট করা হয়েছে| একইপরিস্থিতি দক্ষিণ-পূর্ব রেলওয়ে এবং উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার জোনেও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.