দেশে আগের দিনের তুলনায় একটু কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৪ হাজার ৮৭৮ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৮৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫এ। মোট মৃত্যু সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৮৮।
মোট সংক্রামিতের মধ্যে দেশে সুস্থ হয়ে উঠেছে ৮১ লক্ষ ১৫ হাজার ৫৮০ জন। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৯ হাজার ৭৯ জন।
দেশে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৮৪ হাজার ৫৪৭ জন। যা কিনা আগের দিনের তুলনায় ৪,৭৪৭ কম।
অন্যদিকে করোনা ভীতি বাড়ছে রাজধানীতে। নয়াদিল্লি প্রত্যক্ষ করছে ভয়াবহ করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৭০৫৩ জন। তবে তাঁর চেয়েও ভয়ানক ব্যাপার হল করোনার দাপটে শুধুমাত্র একদিনেই দিল্লিতে মৃত্যু হয়েছে ১০৪ জনের। যা কিনা এযাবৎ কালের সর্বাধিক রেকর্ড।
উল্লেখ্য, উৎসবের মরসুম পার করতেই দিল্লিতে লাগামহীন হয়ে পড়েছে সংক্রমণ। একদিকে উৎসবের মরসুম শুরু ও অন্যদিকে দিল্লির হাড়কাপানো শীতের শুরু এই দুইয়ের ফলে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ।