করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই বার্ড ফ্লু ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে গোটা দেশে। বিগত ১০ দিনে দেশ জুড়ে হাজার হাজার পাখির মৃত্যু হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও কেরলে বার্ড ফ্লু ইতিমধ্যেই হানা দিয়েছে। তা নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকারও। ভারত সরকারের পক্ষ থেকে দিল্লিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নড়েচড়ে বসেছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। বার্ড ফ্লু-কে এভিয়ান ইনফ্লুয়েঞ্জাও বলা হয়। এখনও পর্যন্ত কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানেই বার্ড ফ্লু-র প্রকোপ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও কেরলে বার্ড ফ্লুর প্রকোপ সম্পর্কে নিশ্চয়তার পর দিল্লিতে কন্ট্রোল খোলা হয়েছে।
কেরল, রাজস্থান এবং মধ্যপ্রদেশের পর মঙ্গলবারই হিমাচল প্রদেশ সরকার বার্ড ফ্লু-র হানার কথা নিশ্চিত করে। সেখানকার ক্যাংরা শহর এলাকাতেই শুধুমাত্র ২৭ হাজার রাজহাঁসের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ক্যাংরা-কে হিমাচলের বার্ড ফ্লু কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়াও, হরিয়ানার পঞ্চকুলায় জেলাতেই গত ১০ দিনে ৪ লক্ষ হাঁস-মুরগির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে বার্ড ফ্লু পরিস্থিতি নিয়ে বুধবার সকালে উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জেলাস্তরে গোটা পরিস্থিতির দিকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাইরাস শনাক্ত করার জন্য পোল্ট্রি ফার্মে চেকিং শুরু করতে বলেছেন মুখ্যমন্ত্রী। শিবরাজের কথায়, প্রভাবিত এলাকায় বার্ড ফ্লুর ভাইরাস মেলেনি। আপাতত কেরল ও অন্যান্য রাজ্য থেকে মুরগি আনার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে।
2021-01-06