বাজেটে বাংলা পেল: ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা

কোভিড পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য সরকার যে পরিকাঠামো নির্মাণে জোর দেবে তা আগেই আঁচ করা গিয়েছিল। হলও তাই। এবং সেই সূত্রেই পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এদিন বাজেট বক্তৃতায় নির্মলা জানান, তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গ এই তিন রাজ্যেই স্টেট হাইওয়ে নির্মাণ, তার সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণে বড় টাকা বরাদ্দ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি হবে। কলকাতা থেকে শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে। ৩৫০০ কিলোমিটার স্টেট হাইওয়ে তৈরি হবে তামিলনাড়ুতে। ১১০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে কেরলে। মুম্বই-কন্যাকুমারী হাইওয়ে তৈরি হবে। অসমে ১৯ হাজার কিলোমিটার রাস্তা মেরামত হচ্ছে।

তাৎপর্যপূর্ণ হল, এই তিন রাজ্যেই বিধানসভা ভোট আসন্ন। তাই নির্মলা এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সামান্য হইহই হয় লোকসভার মধ্যে।

তবে সরকারের কর্তাদের বক্তব্য, বাংলায় স্টেট হাইওয়ে নির্মাণে ২৫ হাজার কোটি টাকা খরচ হলে স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে। স্থানীয় লোকজন কাজ পাবেন। তাতে বাজারে চাহিদা তৈরি হবে। তা ছাড়া বাণিজ্য ও যাতায়াত সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.