জম্মু কাশ্মীরের তিন জঙ্গিকে খতম করলো সেনা (Indian Army) । সেনা আর জঙ্গির লড়াইয়ে শহীদ হন এক জওয়ান। এছাড়াও একজন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এবং দুজন নাগরিক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। এবং প্রচুর পরিমাণে হাতিয়ার এবং বিস্ফোটক উদ্ধার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার সকাল থেকেই পুলওয়ামার ( Pulwama ) ডালিপুরা (Dalipora) এলাকায় সেনার এনকাউন্টার চলছিল। ভারতীয় সেনার জওয়ানেরা একটি ঘরে লুকিয়ে থাকা তিনজন জঙ্গিকে খতম করে এনকাউন্টারে।
সেনার এনকাউন্টার চলার সময় জঙ্গির গুলিতে শহীদ হন এক জওয়ান। জঙ্গির গুলিতে প্রাণ হারানো ওই জওয়ানের নাম সন্দীপ কুমার বলে জানা যায়। এছাড়াও একজন স্থানীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং দুই জওয়ান আর দুজন নাগরিক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গোপন সুত্রে খবর পেয়ে সেনা ডালিপুরা এলাকার একটি বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালায় সেনা। জঙ্গিরা নিজেদের চারিদিকে থেকে ঘিরে ফেলা দেখে সেনার উপরে গুলি চালানো শুরু করে। সেনার জওয়ানেরা জঙ্গিদের গুলির যোগ্য জবাব দেয়। সেনা গোটা এলাকা ঘিরে ফেলে এলাকায় কারফিউ জারি করেছিল। তারসাথে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।