অন্য ব্যাংকের এটিএম লেনদেনের খরচ কমাতে পারে রিজার্ভ ব্যাংক

ব্যাংকের গ্রাহকরা শীঘ্রই একটা সুখবর পেতে পারেন ৷ পরের মাসেই রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংকের এটিএম থেকে নগদ তোলার চার্জ কমিয়ে দিতে পারে৷ একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলে এমনটাই খবর৷ এনইএফটি এবং আরটিজিএস-এর উপর থেকে চার্জ তুলে নেওয়ার পর রিজার্ভ ব্যাংক পর্যালোচনা করে দেখছে এটিএম লেনদেনের চার্জের বিষয়টা৷

রিজার্ভ ব্যাংকের এক আধিকারিক সূত্রে খবর, শীঘ্রই কেন্দ্রীয় ব্যাংক এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে৷ কমিটি গঠন করা হয়েছে এটিএম লেনেদেন চার্জ পর্যালোচনার করার জন্য এবং শীঘ্রই এই সংক্রান্ত রিপোর্ট জমা করবে বলে আশা করা হচ্ছে৷

সূত্রের খবর এটিএম লেনদেনের খরচ একেবারে তুলে দেওয়া হবে না তবে কমানোর কথা ভাবা হচ্ছে ৷ কমিটি এই ব্যাপারে কিছু সুপারিশ করবে যা ব্যাংক গ্রাহকদের সুবিধা দেবে ৷ প্যানেল রিপোর্ট রিজার্ভ ব্যাংকের কাছে দ্রুত জমা পড়বে৷

সূত্র জানিয়েছে, ওই কমিটি গত কয়েক বছরে এটিএম ব্যবহার যে ভাবে বেড়ে গিয়েছে তার ভিত্তিতে এটিএম লেনদেন খরচ পর্যালোচনা করছে ৷ সেক্ষেত্রে অগস্টে ওই কমিটি তাদের প্রথম রিপোর্ট জমা করতে পারে৷ কমিটি সুপারিশ করবে এটিএম লেনদেনে চার্জ কমবে কি না,যদি হ্যা হয় তাহলে কতটা কমবে৷

ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সিইও ভিজি কানন ছাড়া এই কমিটিতে আছেন – ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের সিইও দিলীপ আসবে, এসবিআই-এর সিজিএম গিরি কুমার নায়েক, এইচডিএফসি ব্যাংকের গ্রুপ হেড সম্পদ কুমার, ডিরেক্টর অফ কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রিজ শ্রীনিবাস এবং টাটা কমিউনিকেশনস পেমেন্টস সলিউশন-এর সিইও সঞ্জীব প্যাটেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.