১৯৭১ এ ভারতে আশ্রয় নিয়েছিলেন এম আর আখতার মুকুল। ভারত সরকারের সাহায্যে যে স্বাধীন বাংলা বেতার প্রতিষ্ঠা হয়েছিল তিনি সেখানকার কর্মী ছিলেন এবং তাঁর “চরমপত্র” অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কলকাতায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এম আর আখতার মুকুল সরাসরি এপারের বাঙালীদের শোনাচ্ছেন, “আপনারা যারা মনে করছেন বাংলাদেশে স্বাধীন হলে যারা ৪৭, ৫০, ৫৮, ৬৪, ৬৫ সালে সীমানা অতিক্রম করেছেন তারা বাংলাদেশ স্বাধীন হলে আপনাদের এককালের জন্মভূমিতে ফিরতে পারবেন- এমন অলীক স্বপ্ন দেখলে শুধু মানসিক যন্ত্রণাই বৃদ্ধি পাবে আপনাদের…(আমি বিজয় দেখেছি, এমআর আখতার মুকুল, পৃষ্ঠা-৫৪)।” শুধু তাই নয় , আখতার মুকুল হুমকি দিচ্ছেন স্বাধীনতা লাভের পর ভারত বেশি কাছাকাছি আসার চেষ্টা করলে সম্পর্কে ফাটল ধরতে বাধ্য।
আরেকবার মনে করিয়ে দিই এই আখতার মুকুল তখন ভারতের আশ্রয়প্রার্থী এবং ভারতীয় অর্থে জীবন ধারণ করছেন।
মোটামুটিভাবে এই হলো বাংলাদেশীদের মানসিকতা।
পিনাকী পাল