এয়ার ইন্ডিয়ার এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড ‘কাস্টমার এজেন্ট’, ‘সার্ভিস এজেন্ট’, ‘ইউটিলিটি এজেন্ট কাম ড্রাইভার ও হ্যান্ডিম্যান-২ পদে ১৪২ জন লোক নিচ্ছে। কাস্টমার এজেন্ট পদে যে কোনও শাখার তিন বছরের গ্র্যাজুয়েটরা ইংরেজি ভাষায় চটপট কথাবার্তা বলতে পারলে আবেদন করতে পারেন। রিজার্ভেশন, টিকেটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেকিং বা কার্গো হ্যান্ডলিং সংক্রান্ত কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইনে মাসে ২০,১৯০ টাকা। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। চাকরি হবে মুম্বইয়ে। শূন্যপদ ১০০।

সার্ভিস এজেন্ট পদে পলিটেকনিক থেকে মেক্যানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাশরা আবেদন করতে পারেন। আইটিআই থেকে মোটর ভেহিক্যাল, অটো ইলেকট্রিক্যাল, এয়ার কন্ডিশনিং, ডিজেল মেকানিক,বেঞ্চ ফিটার, ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা এনসিটিভিটি কোর্স পাশরা আবেদন করতে পারেন। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। ইংরেজি, হিন্দি, স্থানীয় ভাষায় চটপট কথাবার্তা বলতে পারা দরকার। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মাইনে মাসে ২০, ১৯০ টাকা। শূন্যপদ ২৫।

ইউটিলিটি এজেন্ট পদে মাধ্যমিক পাশ ছেলেরা ভারী গাড়ি চালানোর লাইসেন্স (এইচএমভি) থাকলে আবেদনের যোগ্য। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৮,৩৬০ টাকা। শূন্যপদ ৬০টি। সব ক্ষেত্রেই বয়স গুনতে হবে ১ এপ্রিল ২০১৯-এর হিসেবে। তপশিলিরা পাঁচ বছর, ওবিসিরা বয়সে তিন বছর ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে মুম্বইয়ে। ডাক পেলে সঙ্গে নিয়ে যেতে হবে যাবতীয় প্রমাণপত্রের মূল এবং প্রত্যয়িত জেরক্স। আর ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট। ‘Air India Air Transport Services Ltd’-এর অনুকূলে ওই ড্রাফট কাটতে হবে। পেয়েবল অ্যাট-এর জায়গায় লিখতে হবে মুম্বই। তপশিলিদের বেলায় ফি লাগবে না। ড্রাফটের উলটোদিকে নাম ও মোবাইল নম্বর লিখে দেবেন। কাস্টমার এজেন্ট পদের বেলায় ইন্টারভিউ হবে ২৫ এপ্রিল। সার্ভিস এজেন্ট পদের বেলায় ৩০ এপ্রিল এবং ইউটিলিটি এজেন্ট পদের বেলায় ইন্টারভিউ হবে ২ মে। আবেদন করুন Systems & Training Division, 2nd Floor, GSD Complex, Near Sahar Police Station, Air Port Gate No. 5, Sahar, Andheri (E), Mumbai-400099. আরও বিস্তারিত তথ্য পাবেন www.airindia.in ওয়েবসাইটে।

চিন্ময় ভট্টাচার্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.