এবার বন্দুকধারীকে দেখতে পাওয়া গেল রাষ্ট্রসংঘের সদর দফতরের বাইরেই। ব্যক্তিটি নজরে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে, নজরে পড়তেই দেরি না করে সক্রিয় হয় নিউইয়র্ক পুলিশ এবং গ্রেফতার করে ওই ব্যক্তিকে। পরে ওই ব্যক্তির কাছ থেকে শটগানও পাওয়া গেছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে অবস্থিত রাষ্ট্রসংঘের সদর দফতরে চলতি সপ্তাহে বৃহস্পতিবারে দুপুর দেড়টা নাগাদ। নিরাপত্তারক্ষীরা দাবি করেছেন যে, ওই ব্যক্তি মোটামুটি ৬০ বছর বয়সী বৃদ্ধ। ঘন্টাদুয়েক ধরে ওই বৃদ্ধ হাতে শটগান নিয়ে ঘোরাফেরা করছিল। সন্দেহ হতে নিরাপত্তারক্ষীরা তাকে নিরস্ত্র করার চেষ্টা করে। মাঝে বিবাদও শুরু হয়ে যায় দুই পক্ষের মাঝে।ঠিক একই সময়ে রাষ্ট্রসংঘে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। এই ধরণের রাষ্ট্রসংঘের ঠিক বাইরে ঘটতেই মেন দরজা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা। যদিও, এইসবের মাঝে শুধুমাত্র কর্মী যাওয়া-আসা করার অনুমতি পেয়েছিল। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে যে, ওই বৃদ্ধ রাষ্ট্রসংঘের সামনে বন্দুক নিয়ে ঘোরাফেরা করা বৃদ্ধ সম্ভবত আত্মহত্যা করার চেষ্টা করছিল। কিন্তু, পুলিশের হস্তক্ষেপের কারণে তা সম্ভব হয়নি।
2021-12-07