আরও দুটো নতুন ওমিক্রন! কতটা বিপদে ফেলতে পারে করোনার নতুন দুই রূপ

ওমিক্রনই কি শেষতম করোনা? এই নিয়ে দীর্ঘ দিন নানা আলোচনা চলছে। অনেক রকম মতও আছে এই নিয়ে। কিন্তু যে হারে ওমিক্রন নিজেকে বদলাচ্ছে, তাতে করোনার নতুন কোনও রূপ এর পরে উঠে আসার সম্ভাবনা কমই। অন্তত খুব কম সময়ের মধ্যে তো ওমিক্রনকে হারানোর মতো করোনার অন্য কোনও রূপের সন্ধান পাওয়া যাচ্ছে না। কিন্তু সেটি কি মানুষের জন্য ভালো নাকি মন্দ?

সম্প্রতি ওমিক্রনের নতুন দু’টি রূপের সন্ধান পাওয়া গিয়েছে। এই ঘটনাই আবার নতুন করে এই প্রশ্ন উস্কে দিয়েছে।জনপ্রিয় খবর

নতুন এই দুই ওমিক্রনের নাম BA.4 এবং BA.5। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র তরফে ওমিক্রনের নতুন দুই রূপ সম্পর্কে সচেতন করা হয়েছে। বলা হয়েছে, বেশ কয়েকটি দেশে করোনার এই দুই রূপ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে।

কতটা বদলেছে ওমিক্রন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র প্রধান মারিয়া কেরখোভে সম্প্রতি জানিয়েছেন, ওমিক্রন আবার নিজেকর রূপ বদলেছে। আগের BA.1 এবং BA.2-কে পিছনে ফেলে এবার উঠে আসছে BA.4 এবং BA.5। এই দুই নতুন রূপের ক্ষেত্রে ওমিক্রনের ভিতরে বেশ কিছু বদল লক্ষ্য করা গিয়েছে।

কতটা ভয়ের এই ওমিক্রন BA.4 এবং BA.5?

বিশেষজ্ঞ জানিয়েছেন, এখনই বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বেগ নেই। কারণ এর সংক্রমণের হার বেশি হলেও ভয়াবহতা মাত্রা খুব বেশি নয়। অন্তত তেমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

কোথায় কোথায় পাওয়া গিয়েছে এই ওমিক্রন BA.4 এবং BA.5?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র তরফে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, জার্মানি, ডেনমার্ক এবং ইংল্যান্ডে এই দুই রূপ পাওয়া গিয়েছে। তবে তাঁদের আশঙ্কা আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই জীবাণু। কিছু দিন গেলে তা পরিষ্কারভাবে বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.