করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। স্কুল আগের মতো খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু এরই মধ্যে বাড়ছে ছোটদের কোভিড সংক্রমণ। বুধবার নয়ডায় নতুন করে ৩৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জনই শিশু। এবং বিশেষজ্ঞদের ধারণা স্কুল থেকেই ছোটরা কোভিডে সংক্রমিত হচ্ছে।
কেন শিশুদের মধ্যে বাড়ছে কোভিড?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের নামজাদা চিকিৎসক হরিশ চাফলে বলেছেন, এর প্রধান কারণ শিশুদের মধ্যে বড় অংশেরই এখনও টিকাকরণ হয়নি। ফলে তারা চট করে সংক্রমিত হয়ে পড়ছে কোভিডে। বিশেষ করে ওমিক্রনে।
এছাড়াও গোটা অতিমারি পর্যায়ে শিশুরা বাড়ি থেকে বিশেষ বেরোয়নি। আর তাই শিশুদের মধ্যে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ শক্তিও বিশেষ তৈরি হয়নি। সেটিও তাদের মধ্যে কোভিড সংক্রমণ বাড়ানোর জন্য দায়ী।
শিশুদের ক্ষেত্রে কোন কোন উপসর্গ দেখা যাচ্ছে?
- জ্বর
- সর্দি
- শুকনো কাশি
- গলাব্যথা
- গাঁটে গাঁটে ব্যথা
শিশুদের নিরাপদে রাখতে কী করবেন?
কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু শিশুরাই নয়, তাদের বাড়ির বড়রাও শিশুদের নিরাপদে রাখতে কোভিড বিধি মেনে চলুন।
এই সব উপসর্গ দেখা দিলে কিস্কুলে পাঠানো উচিত?
বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই শিশুরা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে উঠতে কিছুটা পরিশ্রম করছেন। তার মধ্যে কোভিড সংক্রমণ হলে তাদের সমস্যা বাড়তে পারে। তাই এই ধরনের উপসর্গ দেখা দিলে তাদের স্কুলে না পাঠানোই ভালো। তাদের সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তার পরেই পাঠানো উচিত স্কুলে।