কোভিড বিধি মেনেই আগামী ১৬ই নভেম্বর থেকে নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তবে মাস্ক পরে, যাবতীয় কোভিড সতর্কতা মেনে ক্লাস করার ব্যাপারে বলা হয়েছে। আর গোল বেঁধেছে এখানেই। অনেকেরই দাবি এত দীর্ঘ সময় ছাত্রছাত্রীরা কীভাবে মাস্ক পরে থাকবে? বলা হয়েছে নবম ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে পৌঁছ যেতে হবে। এরপর সকাল ১০টা থেকে তাদের ক্লাস শুরু হবে। বিকাল সাড়ে তিনটের সময় তাদের ছুটি হবে। অন্যদিকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে সকাল সাড়ে ১০টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে। তাদের স্কুল শুরু হবে বেলা ১১টা থেকে। স্কুল শেষ হতে হতে সেই বিকাল ৪টে হয়ে যাবে। এদিকেে সকাল ৯টার মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে পৌঁছনর কথা বলা হয়েছে।
এদিকে স্কুলের এই সময়সীমা নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের একাংশ। অভিভাবকদের একাংশের দাবি, প্রায় ৬-৭ ঘণ্টা ছাত্র ছাত্রীদের মাস্ক পরে থাকতে হবে। সেটা কী আদৌ সম্ভব? তাছাড়া মাস্ক না পরে অনেকেই খুলে ফেলবে। সেক্ষেত্রেও তো সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। এদিকে এত সকালে কীভাবে ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছবে তা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের একাংশ। সামগ্রিকভাবে স্কুলের সময়সীমা প্রাথমিকভাবে কিছুটা কমানোর ব্যাপারেও অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, পড়ুয়াদের স্বাস্থ্যের দিকে তাকিয়ে আমরা স্কুলের সময়সীমা প্রথমেই ৬ ঘণ্টা না করে ধাপে ধাপে বাড়ানোর কথা বলেছি। প্রথমে দীর্ঘসময় মাস্ক পরে থাকার বিষয়টি রপ্ত করে নিক ছাত্রছাত্রীরা।