শিক্ষা সংস্কৃতি উত্থান বার্তা – প্রথম বর্ষ ★ দ্বিতীয় সংখ্যা (প্রস্তুতি সংখ্যা) ★ ১৭ই অক্টোবর, ২০২০

(শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাসের মুখপত্র, পশ্চিমবঙ্গ প্রান্ত)
Siksha Sanskriti Utthan Nyas Barta

প্রথম বর্ষ★দ্বিতীয় সংখ্যা (প্রস্তুতি সংখ্যা)★১৭ই অক্টোবর, ২০২০ (৩০ শে আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ, নবরাত্রি শুভারম্ভ, প্রতিপদ তিথি)★বিনিময়: বৈদ্যুতিন মুক্ত পত্রিকা

এই সংখ্যায় :-
সম্পাদকীয়
১. দেবী দুর্গা ও হিন্দুরাষ্ট্রবাদডাক্তার নিত্যগোপাল চক্রবর্তী
২. বঙ্গদেশের আরাধ্য দেবতা দুর্গা কে? বঙ্কিমচন্দ্রের অনুসন্ধান – ড. কল্যাণ চক্রবর্তী ও ড. রাকেশ দাশ
৩. দুর্গাং দেবীং শরণমহং প্রপদ‍্যে – শ্রী সুজিত ঘোষ
৪. বৈদান্তিক মাতৃপূজা এবং তার সামাজিক তত্ত্ব বিন্যাস – শ্রী কুমারকান্ত ভট্টাচার্য
৫. বঙ্গ দেশে দুর্গা পূজা – শ্রী অরিন্দম মজুমদার

ছবি এঁকেছেন শীর্ষ আচার্য এবং উষ্ণীষ সেনগুপ্ত।

শিক্ষা সংস্কৃতি উত্থান বার্তা’-র পক্ষে শ্রী অরিন্দম মজুমদার (চলভাষ ৯৭৪৮৩৬৩২০৯) কর্তৃক হরিসভা (হোলি চাইল্ড স্কুল), ব্যারাকপুর, কোলকাতা ৭০০ ১২২ হইতে প্রকাশিত; শ্রী প্রসেনজিৎ পাল কর্তৃক সম্পাদিত এবং শ্রী বিপুল বিশ্বাস কর্তৃক প্রচারিত। অতিথি সম্পাদক ড. কল্যাণ চক্রবর্তী। সম্পাদক মন্ডলী: শ্রী মৃণাল কাঞ্জিলাল, শ্রীমতী বর্ণালী চক্রবর্তী, শ্রী সুমন দাশগুপ্ত, শ্রী মহাদেব ভট্টাচার্য, শ্রী সুদীপ মিত্র, শ্রী পার্থ ব্যানার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.