অমুসলিম ছাত্রদের ফেল করিয়ে দেওয়া অধ্যাপককে বরখাস্ত করলো জামিয়া মিলিয়া ইসলামিয়া, তদন্তের নির্দেশ

১৫ জন অমুসলিম ছাত্রদের ফেল করিয়ে দেওয়া জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ আবরার আহমেদকে (Dr. Abrar Ahmed) বরখাস্ত করলো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। গতকাল ২৬শে মার্চ, এক টুইট করে এই কথা জানায় জামিয়া মিলিয়া কতৃপক্ষ

CAA আইনকে সমর্থন করায় ১৫ জন অমুসলিম ছাত্রকে ফেল করিয়ে দেন ওই অধ্যাপক। সে কথা টুইট করে জানান তিনি। তারপরেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সকলেই ওই মৌলবাদী এবং সাম্প্রদায়িক মানসিকতার মুসলিম অধ্যাপককে বরখাস্ত করার দাবি জানান। সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেবারও দাবি উঠতে থাকে। চাপে পড়ে জামিয়া মিলিয়া কতৃপক্ষ জানায় যে সহকারী অধ্যাপককে বরখাস্ত করা হলো। সেইসঙ্গে অমুসলিম ছাত্রদের ফেল করানোর বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়াও, মন্তব্য করা হয়েছে যে এহেন কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করতে পারে এবং এরকম কাজ জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.