এবার মুসলিম বিশ্বে জায়গা করে নিয়েছে রামায়ণ-মহাভারতের কাহিনী। এই দুই মহাকাব্যের কাহিনী পড়ানো হবে সৌদি আরবের স্কুলে। বিষয়টিকে ইতিমধ্যেই পাঠ্যক্রমের অন্তর্ভুক্তও করা হয়েছে। তবে শুধু রামায়ণ-মহাভারত এই নয়, ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, যোগ বা আয়ুর্বেদ নিয়েও চর্চা হবে সৌদি আরবের স্কুলে। বিশ্বের অন্যান্য সংস্কৃতির মতোই প্রাধান্য দেয়া হবে ভারতীয় সংস্কৃতিকে। সূত্রের খবর, সৌদি আরবের প্রিন্স মুহম্মদ বিন সলমনের নয়া শিক্ষানীতির অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২০৩০ সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে সৌদি আরব। তার অংশ হিসাবে বিভিন্ন দেশের সংস্কৃতি, জ্ঞানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর সেই কারণেই এবার রামায়ণ-মহাভারতের পাঠও পাবে শিক্ষার্থীরা। শুধু তাই নয়, আবশ্যিক করা হচ্ছে ইংরেজি ভাষাশিক্ষাও।
আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যাতে পড়ুয়ারা ছোট থেকেই ওয়াকিবহাল হয়, সেই কারণেই এই উদ্যোগ। সূত্রের খবর, নয়া সিলেবাসে বিভিন্ন ধর্ম নিয়েও পড়ুয়াদের জ্ঞান বৃদ্ধি করা হবে। হিন্দুত্ব, বৌদ্ধ ধর্ম, ধর্ম কর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হবে পড়ুয়াদের। ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি সর্বধর্ম সহিষ্ণু করে তুলতেই এই উদ্যোগ। পুঁথিগত শিক্ষার বাইরে ও যাতে পড়ুয়ারা বৃহত্তর জ্ঞান লাভ করতে পারে, তার জন্যই পাঠ্যক্রমে পরিবর্তন, মত সেদেশের শিক্ষাবিদদের।
শুধু সৌদি আরব নয়, এর আগে সংযুক্ত আরব আমিরশাহি সেদেশের সংখ্যালঘু হিন্দুদের উপাসনার জন্য মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে।২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুবাইয়ের অপেরা হাউজ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই মন্দিরের শিলান্যাস করেন। আর আরব বিশ্বে প্রথম নির্মিত হতে যাওয়া এই হিন্দু মন্দিরের নির্মাণ কাজ ২০২৩ সালে সমাপ্ত হবে। আর এটি হচ্ছে গুজরাটের বছাসান গ্রামের অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ান সংস্থার (বিএপিএস) তত্ত্বাবধানে আবুধাবীর আবু হ মুরাইখা অঞ্চলে ২৭ একর ভূমির উপর। শুধুমাত্র মন্দির নির্মাণের বিষয়েই নয়, এই দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কও বর্তমান দিনে আরও গভীর হয়ে উঠেছে।
কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার বিষয়ে পাকিস্তানের বিপক্ষে গিয়ে ভারতের সমর্থন করা। এমনকী, ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব প্রকাশের কারণে পাকিস্তানকে দেওয়া ১ আরব ডলার ঋণ দ্রুত ফেরত দেয়ার হুঁশিয়ারি দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি।
23 এপ্রিল যুগশঙ্খ