Google Layoff: ফের কর্মী-সংকোচন! খরচ কমাতে ছাঁটাইয়ের পথে গুগল!

 খরচ কমাতে ফের ছাঁটাইয়ের পথে গুগল! কতজনকে চাকরি বরখাস্ত করা হবে? সে বিষয়ে অবশ্য কোম্পানি তরফে কিছু জানানো হয়নি।

গুগলের মুখপাত্র জানিয়েছেন, কোম্পানি থেকেই যে কর্মী ছাঁটাই করা হবে, এমনটা নয়। যাঁরা চাকরি হারাবেন, চাইলে তাঁরা অভ্যন্তরীণ কোনও কাজের জন্য় আবেদন করতে পারবেন। অল্পসংখ্য়া কর্মীকে বদলি করা দেওয়া হবে ভারত, শিকাগো, আটলান্ট ও ডুবলিতে সংস্থার নতুন হাবে। 

এর আগে, চলতি বছরে গোড়ায় চাকরি হারান )  ১০০০-এর বেশি গুগল কর্মী। সংস্থার তরফে জানানো হয়, যাঁরা ভয়েস-ভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিমে কাজ করতেন এবারের ছাঁটাইয়ের কোপ পড়েছে তাঁদের ওপরেই। কোম্পানির কেন্দ্রীয় প্রকৌশল সংস্থার কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন। ভয়েস বেসড গুগল অ্যাসিসট্যান্ট-এর বহু পদ তুলে দিতে চলেছে অ্যালফাবেট।

করোনার ধাক্কা সামলে ওঠার পর থেকেই ধাপে ধাপে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যালফাবেট সংস্থা। সবথেকে বেশি কোপ পড়েছে গুগলের কর্মীদের উপরই। কখনও শতাধিক, আবার কখনও হাজার কর্মীকে বিভিন্ন বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সূত্র ধরেই বহু পদ তুলে দেওয়া হচ্ছে। কাজ যাচ্ছে বহু মানুষের। এবারের গণছাঁটাইও সেই প্রক্রিয়ার ধাপ বলেই জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.