১ জুলাই থেকে বদলে যাচ্ছে এটিএম (ATM) থেকে টাকা তোলার নিয়ম। টাকা তুলতে গেলে আবারও আগের মতোই গাঁটের কড়ি খরচ করতে হবে গ্রাহকদের। দেশজুড়ে লকডাউনের জেরে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশকিছু ছাড় ঘোষণা করেছিল ব্যাংকগুলি।
গত তিনমাস এটিএম থেকে যতবার খুশি টাকা তোলা যেত। এর জন্য কোনও বাড়তি চার্জ দিতে হত না গ্রাহকদের। ৩০ জুন সেই ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে। এরপর যদি সেই মেয়াদ বৃদ্ধি করা না হয়, তাহলে আবারও পুরনো নিয়মেই টাকা তুলতে গেলে বাড়তি চার্জ দিতে হবে গ্রাহকদের। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক লেনদেনের পর টাকা কাটা শুরু করবে ব্যাংক।