সোমবার থেকে পশ্চিমবঙ্গে জারি হচ্ছে ‘লকডাউন’ (Lockdown)। করোনা ভাইরাসের (Cooronavirus) সংক্রমণ রুখতে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য। ২৩ মার্চ বিকেল ৫টা থেকে শুক্রবার, ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ‘লকডাউনে’র এই সব নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন। বলা হয়েছে কেউ জোর করে ‘লকডাউন’ নীতি অমান্য করলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারা।
সরকারি নির্দেশ অমান্য করার জন্য প্রযোজ্য হবে ১৮৮ ধারাও। জামিন অযোগ্য ২৬৯ ধারা কোনও সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে। এই ধারায় কমপক্ষে ছ’মাসের জেল ও জরিমানা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জামিন অযোগ্য ২৭০ ধারা জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে। এতে দু’বছর পর্যন্ত জেল হতে পারে, হবে জরিমানাও। এছাড়া রয়েছে আইপিসি ২৭১। কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙলে এই আইন প্রযোজ্য। এতে কমপক্ষে ছ’মাসের জেল হতে পারে।Spread the love