ভারতীয় সেনার কাছে আছে বুলেট প্রুফ জ্যাকেট। জম্মু-কাশ্মীরে মোতায়েন রাষ্ট্রীয় রাইফেলসের কাছে আছেও সে জ্যাকেট। তবে তা বহু দূর থেকে আসা স্নাইপারের গুলি রুখতে সক্ষম হয়না সবসময় ।
এবারে সেই স্নাইপারেরও গুলি রুখে দিতে সক্ষম হবে বিশেষ এক ধরণের বুলেট প্রুফ জ্যাকেট। ভারতীয় সেনার এক মেজর উদ্ভাবন করেছেন এই বিশেষ ধরণের জ্যাকেটটি ।
মেজর অনুপ মিশ্রর এই উদ্ভাবন অনেকটাই এগিয়ে দেবে ভারতীয় সেনাকে বলে মনে করছেন প্রতিরক্ষাবিদরা। অনুপ জানালেন, জম্মু-কাশ্মীরে চাকরিরত অবস্থায় তিনি একবার সেনা-জঙ্গী লড়াইয়ের সময় জঙ্গিদের গুলি খেয়েছিলেন ।
তখনই জঙ্গীদের দিক থেকে ছোঁড়া স্নাইপারের গুলি তার গায়ে লাগে। তখন বুলেটপ্রফ জ্যাকেট থাকায় সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও তার রেশ মন থেকে যায় বহুদিন ।
তাই তিনি তখনই সংকল্প করেন স্নাইপার প্রতিরোধী জ্যাকেট বানিয়েই ছাড়বেন। কথামত কাজও হয়। অ্যাণ্টি-স্নাইপার বুলেটপ্রুফ জ্যাকেট বানিয়েও ফেলেন তিনি ।
সোমবার সেনাপ্রধাণ বিপিন রাওয়াত তাকে আর্মি ডিজাইন ব্যাুরো এক্সিলেন্স পুরস্কারে ভূষিত করেন। অনুপ জানান, এমনকি ১০ মিটার দুরত্ব থেকে ছোঁড়া স্নাইপারের গুলিকেও রুখে দিতে সক্ষম হবে এই জ্যাকেট ।