এসএসকেএম হাসপাতালে ‘ক্রিটিক্যাল’ কেলেঙ্কারি! ‘উধাও’ ২০ লক্ষ টাকার যন্ত্র।
মেডিক্যাল কলেজে টলিসিজুম্যাব কাণ্ডের রেশ এখনও মেটেনি। তার আগেই এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে মিলল ‘ক্রিটিক্যাল’ কেলেঙ্কারির হদিশ। সূত্রের খবর, টসিলিজুমাব কাণ্ডের পরে এ বার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে উধাও হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকার যন্ত্র। যে যন্ত্রের দাম আনুমানিক প্রায় ২০ লক্ষ টাকা বলে খবর। যন্ত্র উধাওয়ের রহস্য ভেদ করতেRead More →









