গডসের নামে ইউটিউব চ্যানেল খুলছে হিন্দু মহাসভা, দেখানো হবে গান্ধীহত্যার কারণ

জাতির জনক মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) হত্যাকারী নাথুরাম গডসের (Nathuram Godse) নামে এবার খোলা হবে ইউটিউব চ্যানেল। কেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে?‌ সেই কারণগুলো যেমন সেখানে দেখানো হবে, তেমনই নাথুরাম গডসের মহিমাও তুলে ধরা হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা (Akhil Bharatiya Hindu Mahasabha)।

এই প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে হিন্দু মহাসভার মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেন, ‘‌‘‌বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নাথুরাম গডসের চ্যানেলটির মাধ্যমে আমরা তাঁদের সঙ্গে জনসংযোগ আরও বাড়াতে চাইছি। কেন তিনি গান্ধীকে হত্যা করেছিলেন?‌ সেকথাও ওখানে বলা হবে। এছাড়া গডসে কী কী ভাল কাজ করেছেন, সেগুলোরও প্রচার করা হবে।’‌’

এদিকে, এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় কংগ্রেস নেত্রী অর্ধনা মিশ্র বলেন, ‘‌‘‌গান্ধীজির চিন্তাধারা নষ্ট করে গডসের মতো একজন ব্যক্তির ভাবমূর্তিকে উজ্জ্বল করতেই ওই হিন্দুত্ববাদী দলের মূল উদ্দেশ্য। কিন্তু প্রত্যেক ভারতীয়র ডিএনএতে গান্ধীর প্রতি শ্রদ্ধা রয়েছে। গডসের ভাবমূর্তি উজ্জ্বল করার এই প্রয়াস কখনওই সফল হবে না।’‌’‌‌

কয়েকদিন আগেই ছিল গান্ধীজির ১৫১ তম জন্মদিন। লকডাউনের মধ্যেও দেশজুড়ে পালিত হয়েছে জাতির জনকের জন্মদিন। কিন্তু এবার এই দিনটিতেই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের নাম স্থান পায় টুইটারের টপ ট্রেন্ডে। নাথুরাম গডসে জিন্দাবাদ (Nathuram Godse Zindabad) ওই দিন সকাল থেকেই টুইটারের টপ ট্রেন্ড লিস্টে দেখা যেতে থাকে। এই নিয়ে যথেষ্টও বিতর্কও হয়েছিল। ক্ষোভপ্রকাশ করেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বও। তবে এর আগেও একাধিকবার বিজেপি নেতা–মন্ত্রীদের প্রকাশ্যে গডসে বন্দনায় দেখা গিয়েছিল। এমনকী বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের গডসকে ‘‌দেশভক্ত’ আখ্যা দেওয়ার ঘটনাটি নিয়েও কম জলঘোলা হয়নি।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.