লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল NCT বিল। ধ্বনি ভোটের মাধ্যমে রাজ্যসভায় পাশ হয়ে গেল National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021। এই বিল পাশের সময় ওয়াকআউট করে বিরোধীরা। এর আগে ২২ মার্চ লোকসভায় এই বিলটি পাশ করিয়েছিল কেন্দ্রীয় সরকার। লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিলটি। এই বিলটি পাশের অর্থ হল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া। নয়া এই বিলের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন বিরোধীরা। তারই জেরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে।

এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021। বিলটি আইনে পরিণত হলেই দিল্লির প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা আরও বেড়ে যাবে। দিল্লির নির্বাচিত সরকারকে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে লেফটেন্যান্ট গভর্নরের মতামত নিতেই হবে। এটা বাধ্যতামূলক হয়ে উঠবে। বিরোধীদের দাবি, এই বিলটি পাশ করে দেশের সার্বভৌমত্বে আঘাত হানছে কেন্দ্র। এই তৎপরতা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোগত অবস্থানের বিরোধী। কেন্দ্রীয় সরকার গায়ের জোর এই বিলটি পাশ করিয়েছে বলে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

দিল্লির আপ সরকারও কেন্দ্রের এই তৎপরতা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। দিল্লির সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত দিল্লির বাসিন্দাদের মতামতকে উপেক্ষা করার সামিল। রাজধানীর নির্বাচিত সরকারের উপর নিয়ন্ত্রণ রাখতে এই বিল পাশ করিয়েছে কেন্দ্র। এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলেও কটাক্ষ করেছে দিল্লির সরকার।

ওয়াকিবহাল মহল বলছে, National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021 আইনে পরিণত হলেই দিল্লির সরকারের কার্যত আর কোনও গুরুত্বই থাকবে না। এককভাবে কোনও সিদ্ধান্তই নিতে পারবে না দিল্লির নির্বাচিত সরকার। লেফটেন্যান্ট গভর্নরের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে থাকতে হবে দিল্লির সরকারকে।

রাজ্যসভায় ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পাশ হয়েছে। এই বিল পাশের সময় সংসদভবনে উপস্থিত বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। যদিও কেন্দ্রের পক্ষে সমর্থন বেশি থাকায় সহজেই বিলটি পাশ করিয়ে নেওয়া হয়। রাজ্যসভার ৮৩ সদস্য বিলটির পক্ষে মত দিয়েছেন। ৪৫ জন সাংসদ বিলটির বিরোধিতায় সরব হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.