শ্রীনগরের (Srinagar) উপকণ্ঠে নওগাম বাইপাসে সন্ত্রাসী হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের হাত রয়েছে। জানিয়ে দিলেন কাশ্মীর রেঞ্জ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার। শুক্রবার সন্ত্রাসী হামলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজিপি জানিয়েছেন, নওগাম বাইপাসে সন্ত্রাসী হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদ জঙ্গিদেরই হাত রয়েছে। হামলাকারীদের শীঘ্রই নিকেশ করা হবে।
স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর উপত্যকা। তার মধ্যেই ফাঁক-ফোকর গলে শুক্রবার সকালে শ্রীনগরের উপকণ্ঠে হামলা চালায় জঙ্গিরা। শুক্রবার সকালে পুলিশ কর্মীদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে দুই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক জন।এই হামলা প্রসঙ্গে আইজিপি জানিয়েছেন, গুলশান গলি থেকে আসে দু’জন জঙ্গি, জওয়ানদের পিছন থেকে নির্বিচারে গুলি করে। দু’জন পুলিশ কর্মী শহিদ হয়েছেন। এই হামলার নেপথ্যে জইশ-ই-মহম্মদের হাত থাকতে পারে। সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে।
2020-08-14