রাম মন্দিরের ভূমি পুজোর জন্য কেন বেছে নেওয়া ৫ আগস্ট, জেনে নিন

যে কোনও নতুন কাজের জন্য দুপুর ১২টা সময়কালকে শুভ বলে মনে করেন অভিজিৎ মুহূর্তা নামে এক পরিচিত ব্যক্তি। প্রতিদিনই এই সময়টিকে শুভ বলে ধরা হয়। একইভাবে আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২:১৫ মিনিটে। কারণ এই সময়টিতে ভগবান রামের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করেন অনেকে। শাস্ত্র অনুসারে মনে করা হয় ভগবান রাম জন্মেছিলেন সকাল ১১:৩৬ মিনিট থেকে দুপুর ১২:২৪ মিনিটের মধ্যে।

আবার অনেকেই প্রশ্ন তুলছেন ৫ আগস্ট সময়টিকে শুভদিন হিসেবে ধরা হল কেন? জ্যোতিষীদের মতে, ২০২০ সালের ৫ আগস্ট ৯টি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে। যা এক প্রকার বিরল দিন হিসেবে বলা যায়। এই দিনটি নির্ধারণ করেছিলেন বেলাগবির এনআর বিজয়েন্দ্র শর্মা। তবে দিন নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে, অনেকে এই দিনটিকে অশুভ বলেও মনে করেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিছু রাজনীতিবিদ, পুরোহিত ও নিরাপত্তার কোভিড পজিটিভ ধরা পড়ার পর শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী এই তারিখটিকে শুভ মানতে নারাজ। একই মত পোষণ করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার (এবিএইচএম) সভাপতি চক্রপাণি মহারাজও। তাঁর মতে, বর্তমান সময় দেব শায়নের অধীনে চলে গিয়েছে। হিন্দু বর্ষপঞ্জিতে বিশ্বাস করা হয় চার মাসের জন্য ভগবান বিষ্ণু ঘুমিয়ে ছিলেন। ২০২০ সালে দেব শায়ন ১ জুলাই থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে নভেম্বর মাসে গিয়ে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ সময়টি অশুভ বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে বেলগাভির বিজয়েন্দ্র শর্মা বলেছেন, “রাম মন্দির ট্রাস্টের সদস্যরা প্রথমে ফেব্রুয়ারিতে গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানটির জন্য একটি শুভ তারিখ এবং সময়ের জন্য যোগাযোগ আমার করেছিলেন। এই দিনক্ষণ নির্ধারণে বারাণসীর শাস্ত্রী দ্রাবিড়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা প্রথমে চারটি তারিখ বিবেচনা করেছিলাম। ২৯ জুলাই, ৩১ জুলাই, ১ আগস্ট এবং ৫ আগস্ট। শেষ দিনটিতে শূন্য ছিল ফলে এটি ভূমি পুজোর পক্ষে মঙ্গলজনক দিন।” আজকের এই অনুষ্ঠানে ৭৫ বছর বয়সী এই পণ্ডিত যোগ দিচ্ছেন না। রাম মন্দির নির্মাণের শিলান্যাসের দিন নির্ণয় করার জন্য ফোনে তিনি হুমকি পেয়েছেন। এই কারণে তাঁর সুরক্ষা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.