সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| শুক্রবার গভীর রাত ১২.৪৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া (Kathuya) জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| শুক্রবার রাত ১২.৪৫ মিনিট থেকে শুরু করে শনিবার ভোররাত তিনটে নাগাদ পর্যন্ত চলতে থাকে গুলির লড়াই। পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই| তবে, রাতভর গুলির শব্দ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার রাত ১২.৪৫ মিনিট থেকে কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছাউনি, সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| শনিবার ভোররাত তিনটে নাগাদ পর্যন্ত চলতে থাকে গুলির লড়াই। পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই। প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|