শুক্রবার প্রচারে বেড়িয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শুক্রবার প্রচার সেরে ইটাহারের শ্যামাপল্লী এলাকায় একটি বিজেপি কর্মীর বাড়িতে থাকার কথা ছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। সেখানেই দুষ্কৃতীরা ওনার উপর হামলা চালায়।
শুধু বিজেপি প্রার্থী না, আক্রমণ করা হয় ওনার গাড়ির চালক রিঙ্কু বর্মণের উপরেও। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে হাজির হয় ইটাহার থানার পুলিশ। পুলিশ আসার পরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় শাসক দল তৃণমূলকেই দায়ী করে বিজেপি কর্মী জ্যোতিষ সরকার।
শুক্রবার হরিরামপুরের বাস স্ট্যান্ডে বিজেপির একটি পথসভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বালুরঘাট বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এবং জেলার অন্যান্য নেতৃত্বরা।
সেখানে সভা শেষ করে রাতের বেলায় ইটাহারে যান বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। রাতে বিজেপি কর্মী জ্যোতিষ সরকারের বাড়িতে থাকার কথা ছিল ওনার। অভিযোগ বিজেপি প্রার্থীর গাড়ি পিছু করে একদল বাইক বাহিনী আসে। প্রথমে তাঁদের ভয় দেখানো হয়, পরে শুরু হয় মারধর। শুধু মারধরই না, চালানো হয় লুঠপাট! বিজেপি প্রার্থী এবং গাড়ির চালকের থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল এবং নগদ টাকা।
তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বিজেপির প্রার্থী এবং গাড়ির চালককে কোনরকমে উদ্ধার করে বিজেপির কর্মীরা। ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা যায়।