মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি মাইনে, ভাতা, পেনশন কিছুই তোলেন না। আর এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন, যে শাড়ি পরেন তার টাকা আসে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের প্রশ্ন, ওনার হাতে যে অ্যাপেল ফোনটি রয়েছে সেটি কোথা থেকে কিনেছেন? উনি যদি ভাতা না নেন তাহলে বিনা পয়সায় কেউ দিয়েছে, আর এখনকার দিনে ফ্রিতে কেউ জিনিস দিলে সে নিশ্চয়ই ধান্দা ছাড়া দেবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন সেটা কোথা থেকে আসে? কে তৈরি করে দেন?
এমনি যাবতীয় খুঁটিনাটি নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, মমতা যে শাড়ি পড়েন, সেই শাড়ি বাংলায় আর একটিও পাওয়া যায় না। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ডিজাইন করা শাড়ি পরেন। ওই শাড়ির এক কপি কেউ এনে দিতে পারবেন আমায়? আমি চ্যালেঞ্জ করছি, ওই শাড়ি বাংলার বাজারে পাওয়া যাবে না। আর এখান থেকেই সুকান্তবাবু প্রশ্ন তুলেছেন, ডিজাইনার কি মুখ্যমন্ত্রীকে শাড়িগুলো বিনামূল্যে দেন? না হলে এত টাকা কোথা থেকে আসে?
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আজ পর্যন্ত যদি কেউ আমায় বলেন আমি চা খেয়ে পয়সা দিইনি আমি ছেড়ে দেবো? আমি মুখ্যমন্ত্রী হয়েছি এক পয়সাও মাইনে নিই না। মাইনে ভাতা পেনশন তুলি না। সেটা তুললে মাসে সাড়ে তিন লক্ষ টাকা হতো। ১৩ বছর তুলিনি। তাহলে কত টাকা হয়? সরকারি জায়গায় থাকা খাওয়ার টাকা দিই। আমি এক বেলা খাই আর এক বেলা খাই না।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে অ্যাপেল ফোন ও ডিজাইনার শাড়ির প্রসঙ্গ টেনে এনেছেন সুকান্ত মজুমদার।