মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ বহুবার এনেছে বিজেপি। এবার চিদম্বরমের উদাহরণ টেনে ফের একবার তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এমনকি মুখ্যমন্ত্রীর জেল হওয়া উচিৎ বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার ধনেখালিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে জেলে যেতে হবে দিদিকেও। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম যদি জেলে যেতে পারেন, তবে দিদি নয় কেন? তিনি বলেন, দুর্নীতির দায়ে তৃণমূলের পঞ্চায়েতের নেতাদের চুঁচুড়া জেলে রাখবো আর রাজ্য স্তরের নেতাদের কলকাতার সেন্ট্রাল জেলে রাখব। আর তার চেয়েও বড় নেতাদের ওড়িশা জেলে রাখা হবে।
এদিন সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেসব পুলিস অফিসার বিজেপি কর্মীদের নামে ভুলভাল কেস দিচ্ছেন, তাঁদের বলছি, এই সরকারের দেড় বছর সময় আছে। তারপরও আপনাকে চাকরি করতে হবে। সেদিন সব হিসেব করব।
তৃণমূলের একসময়কার শক্ত গড় ধনেখালিতে এদিন বিজেপির সমাবেশে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিজেপি সাংসদ। দিলীপবাবু বলেন, এখানকার নেত্রী এমএলএ-মন্ত্রী। তিনি নিজেকে লেডি ডন মনে করেন। এখানকার মানুষ এই জনসভায় বিপুল সংখ্যায় এসে সেই ঘাঁটি ভেঙে দিয়েছেন। এখানকার হুগলি কেন্দ্র থেকেই এবার লোকসভা নির্বাচনে জিতেছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়।
কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনার জন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন দিলীপবাবু। তিনি প্রশ্ন করেন, এই বাংলার গরিব মুসলিম পরিবারের ছেলেরা ৪০০টাকা মজুরির জন্য ৪ হাজার কিলোমিটার দূরে কাশ্মীরে কেন কাজে গিয়েছে? উত্তরও অবশ্য তিনিই দিয়েছেন। বলেছেন, কারণ বাংলায় পেটের ভাত নেই। সেইজন্য তারা পরিবার ছেলে, বউ ছেড়ে কাশ্মীরে পাড়ি দিয়েছে। তাই তাঁদের মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।