যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই পাথর ছোঁড়া হল বন্দে ভারত এক্সপ্রেসে। সোমবার রাতে মালদার কাছে কুমারগঞ্জ স্টেশনে এই ঘটনা ঘটে। পাথরের আঘাতে একটি কোচের দরজার কাচ ভেঙে গিয়েছে। তবে ভাগ্যক্রমে কোনও যাত্রী আহত হননি।
প্রাথমিকভাবে খবর, বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে। যা ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা ছিল। তার জেরে ওই বগির দরজার কাঁচ ভেঙে যায়। চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কোনও যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর মেলেনি।
ঘটনার পর নির্ধারিত স্টপেজ মেনে মালদা টাউনে দাঁড়ায় নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু যাত্রী পরিষেবা শুরুর দ্বিতীয় দিনেই কে বা কারা সেই ঘটনা ঘটিয়েছে, সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করছে রেল। ইচ্ছাকৃতভাবেই বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্নও উঠছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে রেল।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘কারা (পাথর) ছুড়েছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। একটা সামাজিক ব্যাধি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এটা নিয়ে আমরা সচেতন। রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।