1/6বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে আজই কলকাতার তামপাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাহলে এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন হতে চলেছে আজ।
2/6এদিকে শীতের আগমনের আভাস দিলেও হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তবে হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী, ১৬ ডিসেম্বর কলকাতায় তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এমনকী আর কিছুদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে চলে আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১৫ থেকে ২০ তারখের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হবে বলে জানানো হয়েছে।
3/6হাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকার কারণে উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে। এই আবহে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে খুব শীঘ্রই।
4/6এদিকে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। যদিও আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গের শীতের ওপর কোনও প্রভাব ফেলবে না।
5/6বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতা ও আশেপাশের এলাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে থাকতে পারে ১৫ ডিগ্রি ও ২৭ জিগ্রি সেলিসিয়াস। এদিকে আগামী কয়েকদিনে শহরতলি এবং গ্রামাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে।