ভারতের মিশন গগনযান গোটা বিশ্বের কাছে সমাদর পেয়েছে। এবারে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানালেন, ”আগামী বছরের মধ্যে আমরা মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম হব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই ভারতীয়দের মহাকাশে পাঠানো সম্ভব হবে।”
জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে দুটি পরীক্ষা করা হবে। সেখানে প্রথম পরীক্ষা হবে শুধু টেস্টিং এর মাধ্যমে। পরেরটা- মহাকাশে পাঠানো হবে একটি মহিলা রোবটকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং পরীক্ষার ফলাফল পজেটিভ হয়, তাহলে পরের বছর পাঠানো হবে ভারতীয়দের মহাকাশে। ইসরোর এই পরীক্ষা যদি সফল হয় তাহলে আমেরিকা, চিন এবং রাশিয়ার পর ভারত হবে সেই দেশ, যারা মহাকাশযানের মাধ্যমে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে দেশের নাগরিকদের।
মহাকাশযাত্রীদের খাবারের মেনুতে কী কী মেনু থাকবে, তাও ইতিমধ্যে সামনে এসেছে। জানা গিয়েছে, সকালে দেওয়া হবে পোহা, ইডলির মতো খাবার। দুপুরে থাকবে মাংস এবং ভেজ বিরিয়ানি। রাতে থাকবে মাংস, সবজির তরকারি এবং রুটি। ইসরোর এই মিশনের মাধ্যমে দেশের মানুষকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়ে পুনরায় তাদেরকে ফিরিয়ে আনতে চায় পৃথিবীতে।
2022-07-24