গুপ্তধনের সন্ধান মিলল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। জানা গিয়েছে, শৌচালয়ের জন্য মাটি খোঁড়া হয়েছিল। সেই মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গুপ্তধন। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল উঠেছে।
জানা গিয়েছে, মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে প্রাচীন আমলের এক হাঁড়ি ভর্তি তামার মুদ্রা। শৌচালয়ের জন্য ট্যাঙ্ক তৈরি করা হচ্ছিল, বসতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ আলমের বাড়িতে। সোমবার সকাল থেকে মাটি খোঁড়াখড়ির কাজ শুরু হয়। গর্ত খোঁড়ার কাজ যখন শেষ পর্যায়ে চলছিল, সেই সময় কোদালের এক কোপে বেরিয়ে আসে একটি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি ওপরে তুলতে পাওয়া যায় ভর্তি তামার মুদ্রা। গুপ্তধনের খবর বাইরে আসতেই মহম্মদ আলমের বাড়িতে এলাকাবাসীরা ভিড় করে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই তামার মুদ্রাগুলো খুবই প্রাচীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। জানা গেছে, আগামী দিনে মুদ্রাগুলি উদ্ধার করে রাখা হবে। তবেই মুদ্রাগুলি ঠিক কোন যুগের, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
2022-05-14