কয়েকদিন আগেই নতুন আইন এনে হৈ চৈ ফেলে দিয়েছে ফরাসি সরকার। এর আওতায় ফ্ৰান্স এ বন্ধ হচ্ছে সমস্ত মাদ্রাসা। প্রায় ৭০% মসজিদও বন্ধ করে দিচ্ছে ফরাসি সরকার । কোনো মুসলিম ধর্মগুরুকেও আপাতত ফ্রান্স এ আসতে দেওয়া হবেনা। সরকারের এই রূপ কড়া মনোভাবকে সমর্থন জানিয়েছে প্রায় গোটা দেশ।
তবে এই মুহূর্তে যা খুব চিন্তায় ফেলে দিয়েছে ফরাসি সরকারকে, সেটা হলো ইসলামী জিহাদিদের সাথে ফরাসি বামপন্থীদের সমন্বয়।
সূত্র অনুযায়ী, ফরাসি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য প্রমান আছে যেখানে বামপন্থীরা জিহাদি সংস্থা ও দলগুলির সাথে খুব ভালো সম্পর্ক রেখে চলছে এবং তাঁদের অর্থ সহ বিভিন্ন দিক দিয়ে সাহায্য করছে ।
সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফরাসি শিক্ষা ব্যবস্থার মধ্যে ফরাসি বামপন্থীদের প্রবেশ যা পরবর্তী পর্যায়ে জিহাদি শক্তি গুলি কে সমৃদ্ধ করতে সহায়ক হবে। এমনটাই মত ফ্রান্স এর শিক্ষা মন্ত্রী ফ্রেডেরিক ভিদালের । তিনি ইতিমধ্যেই ফরাসি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছাড়াও ফ্রান্স এর ন্যাশনাল সেন্টার ফর সাইন্টিফিক রিসার্চ এই বিষয়ে তদন্ত শুরু করেছে ।